মোঃ জাকিউর রহমান ঢাকা প্রতিনিধি:-

অমর একুশে হল ছাত্রলীগ ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে পুরো মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার অমর একুশে হলের চারটি ভবন যথাক্রমে- বরকত ভবন, সালাম ভবন, জব্বার ভবন ও রফিক ভবন এই প্রত্যেকটি ভবনের প্রবেশদ্বারে চার ভাষা শহীদের ছবি, সংক্ষিপ্ত জীবনী সম্বলিত স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. ইসতিয়াক এম সৈয়দ, হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ সহ হল ছাত্রলীগের নেতাকর্মীগণ।

এ বিষয়ে জানতে চাইলে অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন জানান, “আমরা ভাষা শহীদদের নাম, ছবি, সংক্ষিপ্ত জীবনী ও তাদের অবদান সম্বলিত যে স্মৃতিফলক উন্মোচন করেছি তা নিঃসন্দেহে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভাষা শহীদ ও ভাষার মাস সম্পর্কে আরো আবেগ ভাব গাম্ভীর্য বাড়িয়ে তুলবে।”