শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন,মৌলভীবাজার ও শ্রম অধিদপ্তর এর আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মে) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান।এ সময় তিনি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস।১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম-বিপিএমবার), অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরি,সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরি,জেলা আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা ট্রাক,লরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদুর রহমান অদুদ,মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছালেহ আহাম্মদ, জেলা অটো টেম্পু, অটোরিকশা মিশুক, সিএনজি সড়ক পরিবহনের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান জেলা অটো মোবাইল ওয়াকশপ ইউনিয়নের সভাপতি আবদুর রব প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ নাহিদুল ইসলাম।
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।
প্রসঙ্গত, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।