![আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/আক্কেলপুরে-শহীদ-ক্যাপ্টেন-শেখ-কামাল-এর-৭৩-তম-জন্মবার্ষিকী-উদযাপন.jpg)
আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
আক্কেলপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কমসুচি পালন করা হয়েছে।
শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবীর এপ্লব, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মৌসুমি হক,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি,আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান,উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান,উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ আক্কেলপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মোট ৭৩ টি বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।