রাব্বী হোসাইন,পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” ২০২২ উদযাপন করা হয়েছে।
শুক্রবার( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দীন মিঞা ও অজিত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, দিলিপ চৌহান, প্রমূখ। এ সময় বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৪ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য নারী হিসেবে মোছাঃ খুশি বেগমকে, সফল জননী নারী হিসেবে মিনতি রানী সরকার কে, বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করায় জুলেখা বেগমকে, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আফরোজ নাসরিনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেষ্ট, অভিনন্দন পত্র এবং একটি করে চাদর (শীতবস্ত্র) উপহার দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।