চরভদ্রাসন,সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি: “থাকবো ভালো রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং ওকাপ এর প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদৌসের সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন ওকাপের প্রজেক্ট অফিসার সাবিরা ফেরদৌসী।
এ সময় আরো বক্তব্য রাখেন,সমকালের সাংবাদিক আবুল কালাম, বিদেশ ফেরত শহিদুল ইসলাম, রিমি আক্তার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।