মণিরামপুর উপজেলা প্রশাসন কতৃক ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,যুব ঋণের চেক বিতরণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন।

সহকারী কমিশনার ভূমি আলী হোসেন সহ এসময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,মণিরামপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এবং উপজেলা পর্যায়ের সরকারি,রাজনৈতিক,সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।