বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। দিবসটির এবারের স্লোগান হচ্ছে-‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”। এই স্লোগানকে সামনে নিয়ে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্তরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী শুশিতল গোবিন্দ দেব ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।