লাতিফুল আজম,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২১ জুলাই) নীলফামারীর কিশোরগঞ্জে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফফাত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ,উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন,ল্যাম্ব “শো” প্রকল্পের কিশোরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার কল্যাণ সহকারী,পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।