একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
বারোটা এক মিনিটে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন অর্পণ করেন।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক এক করে জাতীয় পার্টি, ঠাকুরগাও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টসহ, সরকারি, বেসরকারি, সামাজিক সাংস্কৃতিকসহ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পাশাপাশি ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ সারিবদ্ধভাবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।