দিনাজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে ১৮ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুর জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রাটি দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির ইসলাম রাহুলের নেতৃতে দুপুর ১২টায় শহরের বাসুনিয়াপট্টি দলীয় কার্য়ালয় থেকে বের হয়ে মর্ডাণ মোড়, লিলির মোড়, হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মালদাহপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়। দিনাজপুর জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক শামীম রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদনান বিন রতন, আসাদুজ্জামান আসাদ, আরিফ, সানি, নীল, রাকেশ প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।