বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: ”সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এ প্রতিপাদ্যে যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
জয়িতাদের সংবর্ধনা। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ জাকির হাসান।
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, পৌর সভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানার ওসি তদন্ত মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেন , রবিউল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, আরিফুল ইসলাম তিব্বত, বাবলু কুমার সাহা ও আমিনুর রহমান সরদার।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ৫জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।