নূরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় মণিরামপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবিদের স্মরণে পূষ্প অর্পণ প্রদান, র্যালীসহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, সহকারী কমিশনার (ভুমি) হরে কৃষ্ণ অধিকারী, থানার অফিসার ইনচার্জ নুর-ই-আলম সিদ্দীকি, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষায়িত্রীসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সূধীজন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।