মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বিশেষ অতিথি বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মুঞ্জুর আলম, আঃ রশিদ, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী ও সাংবাদিক বিজয় রায় (প্রমুখ)। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।