মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়। (১৪ই ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবীর স্টীভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দ্রজিৎ সাহা সহকারী কমিশনার (ভূমি)ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার রাহীম উদ্দীন,থানা অফিসার্ ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এছাড়াও বিভিন্ন সরকারী কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ অপর দিকে শহীদ বুদ্ধিজীবী পরিষদের আয়োজনে রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” চিরঞ্জীব ৭১”এ র্যালী শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা করা হয়।