শাকিল আহম্মেদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয় বাংলা ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় আওয়ামী লীগ এর প্রধান কার্যালয়ে জয় বাংলা ঐক্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সভাপতি মাইনুল হাসান মানিক এর সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা জয় বাংলা ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক রিয়ান নাজমুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন (ভিপি মনির), রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ এর সাধারণ সম্পাদক শীলা পাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, মুড়াপাড়া সরকারি কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া সরকারি কলেজের জি এস সাদিকুর ইসলাম সজিব,
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মঈন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তপু, নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম মোল্লা,
নারায়ণগঞ্জ জেলা জয় বাংলা ঐক্য পরিষদের সহ-সভাপতি নিরভ হাসান সিজান,
নারায়ণগঞ্জ জেলা ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিদোয়ান ইয়ামিন ঈশান প্রমুখ
এ সময় বক্তারা বলেন-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্নার মাগফেরাত কামনা করেন। এবং বঙ্গবন্ধু ও তার পরিবার এর খুনিদের ফাসি দাবি করে জানায় যারা এখন ও দেশের বাহিরে আছেন তাদের কে দেশে এনে ফাসি কার্যকর করতে হবে।
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয় এবং সবার জন্য খাবার এর ব্যবস্থা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।