নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) সকালে কেক কাটার মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্বল শেখ ও ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতারন করা হয়