বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীর আজ। এ উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ত্যাগের আগে ড. মোমেন গণমাধ্যমকে বলেন, বৈঠকে আমরা আগামী ৫০ বছরে আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও জোরদার হবে সে ব্যাপারে আলোচনা করব। এছাড়া র‍্যাবের ওপর দেয়া নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, আইনের শাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা করবেন।

এছাড়া ঢাকা ওয়াশিংটনের সঙ্গে বহুমুখী বাণিজ্য বিস্তৃত করতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ তার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও দুইটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হবে।