দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সেখানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। ওই টুইট বার্তায় আরো জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন হর্ষবর্ধন শ্রিংলা।
জানা গেছে, মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আগামি ১৫ ও ১৬ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো তিনি বাংলাদেশে আসছেন।
এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে ২০২২ সালের জানুয়ারি মাসে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় শেখ হাসিনার সফরের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।