সংলাপ ও আলোচনার মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব ‘ভুল বুঝাবুঝি’র অবসান সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ সরকারের দায়িত্বশীল প্রতিনিধিরা।
সচিব বলেন, এ নিয়ে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের জানিয়েছি। পরবর্তীতে আরও আলোচনা হবে। যোগাযোগও বাড়বে। র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় বাংলাদেশ।
বিদ্যমান নিষেধাজ্ঞা যতটা সম্ভব শিথিল এবং পরবর্তী ঝামেলা এড়াতে বাইডেন প্রশাসনের সঙ্গে নিবিড় আলোচনায় জোর দিচ্ছে সরকার। আলোচনার জন্য সরকারের কোনো প্রতিনিধি শিগগিরই ওয়াশিংটন যাচ্ছে কিনা?
জানতে চাইলে সচিব অবশ্য খোলাসা করে কিছু বলেননি। তবে অন্য এক কর্মকর্তা গতকাল বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে সঙ্গে সঙ্গে আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।