বরিশাল সিটি করপোরেশনে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। আজ রোববার (১৬ জানুয়ারি) ব‌রিশাল নগরের অ্যানেক্স ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের ২ সন্তান।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। তিনি বলেন, বর্তমানে করোনার প্রকোপ আরো বাড়ছে। করোনার ভয়াবহতা মোকাবিলা করতে ইউরোপীয় দেশগুলো হিমসিম খেয়েছিল। কিন্তু বরিশালের চিকিৎসকরা করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করেছে। আমারা সেই চেষ্টার একটি অংশ হলাম মাত্র।