![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/05/180668663_325460482346986_3085407826520508329_n-e1620420806647.jpg)
প্রেস বিজ্ঞপ্তিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলম শেখ এর
উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি আরজেএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ও আলফাডাঙ্গা প্রেস
ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়াও সেকেন্দার আলম শেখ সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা
পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক।
বিশিষ্ঠ এই জাতির বিবেকের রক্ত আজ রাস্তায় ঝরল কেন?
দেশের হলোটা কি? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতির বিবেক, কলম সৈনিক, সত্য প্রকাশে আপোষহীন
সাংবাদিকরা আজ দেশের বিভিন্ন প্রান্তে হয়রানী, হামলা, মিথ্যা মামলার শিকার নিরাপত্তা হীনতায়
ভোগে হাজারও সাংবাদিক ও তার পরিবার।
তাহলে সত্য ঘটনা প্রকাশ করা কি অপরাধ?
কী অপরাধ ছিলো দেশ বরেণ্য সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলম শেখের? জানতে চাই
দৈনিক কলম কথা পরিবার?
সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলম শেখ সহ দেশ ব্যাপী সাহসী কলম সৈনিকদের উপর হামলা ও মামলার তিব্র নিন্দা
ও প্রতিবাদ জানানো হচ্ছে দৈনিক কলম কথা পরিবারের পক্ষ থেকে। অবিলম্বে ঘটনার তদন্ত পূর্বক দোষীদের
আইনের আওতায় এনে দূষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।