সম্পাদকীয়র বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো :
সম্পাদকীয় হলো আকারে ছোট একটি বিশেষ রচনা। একটি সংবাদপত্রের সম্পাদক বা সম্পাদক কর্তৃক মনোনীত বা দায়িত্বপ্রাপ্ত এক বা একাধিক ব্যক্তি প্রতিদিনের সংবাদ কাহিনীগুলো থেকে বিশেষ দু-একটি ঘটনা বাছাই করে ঘটনাটির ব্যাপারে ওই সংবাদপত্রের মনোভাব ও অবস্থান সম্পাদকীয়তে ব্যাখ্যা করে থাকেন। সম্পাদকীয় লেখার জন্যে পত্রিকায় সাধারণত একটি ‘সম্পাদকীয় বিভাগ’ থাকে।
সম্পাদকীয় এমন একটি রচনা যা একটি বৃহৎ পাঠকগোষ্ঠীকে কোনো একটি ঘটনা বা ইস্যু সম্পর্কে সুনির্দিষ্ট একটি অবস্থানের দিকে পরিচালিত বা প্রভাবিত করার উদ্দেশ্যে লেখা হয়।
তথ্য দেয়া, প্রভাবিত করা, কোনো ইস্যুর পক্ষে বা বিপক্ষে জনমত গড়ে তোলা, কোনো বিষয়ের সমালোচনা বা বিনোদন – যে-কোনো উদ্দেশ্যে সম্পাদকীয় লেখা যেতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।