মাবিয়া রহমান, স্টাফ রিপোর্টারঃ সত্য প্রকাশের নির্ভীক ঠিকানা’ জনপ্রিয় অনলাইন পত্রিকা,ইপেপার ও ম্যাগাজিন “দৈনিক কলম কথা”র বার্তা ও বাণিজ্যিক কার্যালয় মনিরামপুর অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
২২শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় “দৈনিক কলম কথা” পরিবারের সকল সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে ফুল দিয়ে বরণ করা ও কেক কাটার মধ্য দিয়ে উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথার প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ)’র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল প্রধান উপদেষ্টা দৈনিক কলম কথা। এসময় প্রধান অতিথিকে দৈনিক কলম কথার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট অলোক ভট্টাচার্য্য আইন উপদেষ্টা দৈনিক কলম কথা, মোহাম্মদ শফিকুল আলম উপদেষ্টা দৈনিক কলম কথা, আদিত্য কুমার ঘোষ উপদেষ্টা দৈনিক কলম কথা, বার্তা সম্পাদক হুমায়ন কবির সবুজ, সাথী চক্রবর্তী নির্বাহী সম্পাদক, প্রভাষক নুরুল হক সহ-সম্পাদক, মফস্বল সম্পাদক জিএম টিপু সুলতান, মাবিয়া রহমান দৈনিক বজ্রশক্তি ও স্টাফ রিপোর্টার দৈনিক কলম কথা, নড়াইল জেলা প্রতিনিধি সোহানা পারভীন জনি, কাউন্সিলর বাবুলাল চৌধুরী, দেবাশিষ সরকার বাবু, ওলিয়ার রহমান কেশবপুর উপজেলা প্রতিনিধি দৈনিক কলম কথা ও দৈনিক কলম কথার অফিস স্টাফ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ আলম খান সজল বলেন, হলুদ সাংবাদিকতা থেকে আমাদের বিরত থাকতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক, তাই আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য নিরন্তর কাজ করে যেতে হবে। আমাদের সত্যের সন্ধানে সদা তৎপর থাকতে হবে। তিনি আরো বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে জনজীবন বিধ্বস্ত। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন”র সভাপতি মুর্শিদ হাসান ইমন, তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদকঃ মোঃ রুবেল হোসেন,মণিরামপুরীয়ান অক্সিজেন ব্যাংকের মোঃ মামুন হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।