নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নবাগত সহকারী পুলিশ সুপার, মণিরামপুর সার্কেল কাজী দাউদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ‘কলম কথা’ পরিবার ও মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল কতৃপক্ষ।
মণিরামপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ‘কলম কথা’র পরিচালক মোহম্মদ নাহিদ হাসান, জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দৈনিক কলম কথা’র প্রকাশক সুমন চক্রবর্তী, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের সিইও এবং ভিশন আই হসপিটালের ম্যানেজার এডমিন মোঃ আনিসুর রহমান, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আসাদুজ্জামান অভি, মণিরামপুর সেন্ট্রাল হসপিটালের চিফ ফাইন্যান্স অফিসার ও ইউরো-বাংলা হার্ট ফাউন্ডেশনের হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান, রিসিপশনিস্ট রুবাইয়া ইসলাম প্রমূখ।
এসময়ে নবাগত এএসপি কাজী দাউদ হোসেন বলেন, কলম কথা ও মণিরামপুর সেন্ট্রাল হসপিটাল কতৃপক্ষের আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনাদের সফলতা কামনা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।