মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল আশেক সুজা মামুনের অবসরজনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানায় ‘কলম কথা পরিবার। ২ নভেম্বর সন্ধ্যায় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন ‘কলম কথা’র পরিচালক মোহম্মদ নাহিদ হাসান, জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দৈনিক কলম কথা’র প্রকাশক ও সম্পাদক সুমন চক্রবর্তী, কলম কথা হেলথ কেয়ারের ল্যাব ইনচার্জ সুমন বিশ্বাস, অফিস স্টাফ আছিয়া খাতুন, সাংবাদিক আতাউর রহমান প্রমূখ।
এসময়ে সুমন চক্রবর্তী সকলের সামনে সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন মণিরামপুর সার্কেলে কর্মরত থাকাকালীন তার সাফল্য তুলে ধরে স্মৃতি চারণ করেন এবং একজন সুযোগ্য সফল পুলিশ অফিসার হিসেবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে যান।
এএসপি বলেন, আমি সত্যিই আনন্দিত আজকে কলম কথা’র এই দিনটির কথা কখনোই ভোলার না। কলম কথা’র সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।