নতুন খুচরা অ্যালোপ্যাথিক মডেল ফার্মেসি, মেডিকেল শপের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরে ড্রাগ লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্র ঠিক থাকলে ৯০ কার্য দিবসের মধ্যে লাইসেন্স দেয়া হয়।
কী কী কাগজ লাগবে : যথাযথভাবে ফরম-৭ পূরণ করতে হবে। মডেল ফার্মেসির জন্য ৩০০ বর্গফুট ও মেডিকেল শপের জন্য ১২০ ফুট জায়গা লাগবে। ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
ট্রেজারি চালানের মূল কপি। মালিকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। মালিকের ব্যাংক সচ্ছলতার সনদ। মডেল ফার্মেসির জন্য নিয়োজিত গ্রাজুয়েট, এ-গ্রেড ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, অঙ্গীকারনামা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
মডেল শপের নিয়োজিত বি, সি গ্রেড ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি। দোকান ভাড়ার চুক্তিনামা, ভাড়ার রশিদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
ফি কত লাগবে : মডেল ফার্মেসি ও মডেল শপের ফি মেট্রোপলিটন এবং পৌরসভার ভিতরে হলে ট্রেজারি চালানের মাধ্যমে ২৫০০ টাকা আর বাইরে হলে ১৫০০ টাকা জমা দিতে হবে।
এ টাকার ওপর ১৫% ভ্যাট জমা দিতে হবে। এ সংক্রান্ত সব তথ্য https//dgda.gov.bd তে পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।