নিজস্ব প্রতিনিধি: ব্যাঞ্জন থিয়েটারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নতুন কমিটি ঘোষণা, গুণীজন সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে সম্মাননা প্রদান করা হয় তারুণ্যের আইকন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায় কে। রোহিত বর্তমানে সম্মিলিত সামাজিক জোট, যশোরের সাধারণ সম্পাদক, বসুন্ধরা শুভ সংঘ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন ছাত্র ও যুব পরিষদ, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। সম্মাননা স্মারক এর সাথে উত্তরীয় প্রদান করা হয় রোহিতকে। তিনি বর্তমানে ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার উল্লেখযোগ্য পরিচয়- দেশের সর্ববৃহৎ থিয়েটার ফোরাম ক্যাম্পাস থিয়েটার আন্দোলন ,বাংলাদেশ এর যশোর জেলা শাখার তথ্য প্রযুক্তি সম্পাদক এর দায়িত্ব পালন করছেন তিনি। যশোরের এই তরুণ সংগঠক ইতোমধ্যেই থিয়েটারের ছায়ায় সন্নিবেশ ঘটিয়েছে তিন শতাধিক তরুণ নবীন একদল নাট্যকর্মীদের। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা, সাইবার বুলিং, সহিংসতা প্রতিরোধে নিরন্তর কাজ করে যাচ্ছেন এবং সফলতার সহিত সমস্যাগুলোর সমাধান করে চলেছেন। এছাড়াও তার জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বেশ অর্জন ও সম্মাননা রয়েছে। যশোরকে সহিংসতা মুক্ত শহর অর্থাৎ অরেঞ্জ সিটি ব্রান্ডিং এর স্বপ্নদ্রষ্টা এই আইকন।
সম্পুর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনুল ইসলাম শাহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আনিসুজ্জামান পিন্টু এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুর রব। অনুষ্ঠানটির বিশেষ আসন অলংকৃত করেন সম্মানিত ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, অভিনেতা ও নির্দেশক সালাউদ্দিন লাভলু, বৈদ্যনাথ সাহা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।