ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে বিখ্যাত চোর ও মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এ সময় অজ্ঞান পুর্বক অটো চুরি চক্রের সক্রিয় ০২ জন সদস্য কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া নিজ কার্যালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- মোখলেছুর রহমান ওরফে ভিক্ষা (২৯), মো: সজিব(১৯), শাহ অলি (২৮) এবং ১৫১ ধারায় ০১ জন সহ মোট ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসময় অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, ঈশ্বরগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।