মোঃ আজগার আলী,সাতক্ষীরা প্রতিনিধি: র্যাব ফোর্স আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মনিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুখ্যাত প্রধান মাদক ব্যবসায়ীর আজহারুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে বিগত দুই বছর ধরে তার মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে র্যাব-৬, সিপিসি-১ এর গোয়েন্দা তথ্য রহিয়াছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীর প্রতি বিশেষ নজরদারী রাখে র্যাবের একটি গোয়েন্দা টিম। উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আজ শনিবার ২০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কেড়াগাছি গ্রামের ১রং ওয়ার্ডের জনাব আলী বিশ্বাস ছেলে প্রধান মাদক ব্যবসায়ীর আজহারুল ইসলাম বিপুল পরিমান মাদকদ্রব্য বিক্রয়ের জন্য তার নিজ বাড়িতে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি আভিযানিক দল উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাৎক্ষণিক উল্লেখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আজহারুল ইসলামকে বিপুল পরিমান ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদক ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় র্যাব বাদী হয়ে মামলা করতঃ কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।