মোঃ আজগার আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মুর্শিদ আলম (৩২) ও শফিকুল গাজী (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২০শে জুন ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় নামক স্থান থেকে দুইজনকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের কাওছার আলীর ছেলে মুরশিদ আলম ও মৃত বাবর আলী গাজীর ছেলে শফিকুল গাজীর নিকটে থাকা একটি ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।