মোস্তফা কামাল, কেশবপুর, (যশোর) প্রতিনিধিঃ- কেশবপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অভিযান পরিচালনার সময় বরণডালীতে বাল্য বিবাহ দেওয়ার অভিযোগে মেয়ের পিতা শহিদুল সরদারকে মুচলেকা ও করোনাকালীন লোক সমাগম করে অনুষ্ঠান করায় অপরাধে মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা কেশবপুর পৌরসভা ও সাতবাড়িয়া বাজারে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।