খুলনায় নকল ও মানহীন চিকিৎসা সামগ্রী বাজারজাত করায় নগরীর হেরাজ মার্কেটের ‘মাজেদ মেডিকেল হল’ কে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে র্যাব-৬ এর অভিযানে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আজ রবিবার দুপুরে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর হেরাজ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মার্কেটের ‘মাজেদ মেডিকেল হল’ নামের প্রতিষ্ঠানে নকল চিকিৎসা সামগ্রী বাজারজাত করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন লঙ্ঘন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ডুমুরিয়ার শৌলগাতিয়া গ্রামের আব্দুল মাজেদ মোল্লার ছেলে নগরীর ৪৭ কে.ডি ঘোষ রোডের মোঃ রেজওয়ান মোল্লা (৩০) জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট খুলনা জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক জরিমানা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।