গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নয়াপাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার (১৮-ই মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর থানার আওতাধীন মাওনা পুলিশ ক্যাম্প (চকপাড়া পুলিশ ফাড়ি)এর এস.আই আশরাফুল ইসলাম ও এস.আই আব্দুল মালেক’র নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় নয়াপাড়া গ্রাম থেকে মাদকদ্রব্য বিক্রির সময় হাতে নাতে দেড় কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা এবং ২ লক্ষ ৫ হাজার ৭ শত ৭০ টাকা সহ ওই ২ মাধক ব্যবসায়ী কে আটক করে।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের চান মিয়ার ছেলে হোসেন আলী (২৮), বকস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭)।
শ্রীপুর থানার আওতাধীন মাওনা পুলিশ ক্যাম্প’র উপ- পরিদর্শক (এস.আই) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা এবং ২ লক্ষ ৫ হাজার ৭ শত ৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
পরে শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেন আলী ও জাহাঙ্গীর আলম’র বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কে কারাগারে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।