রাজশাহী প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে থেকে সোমবার রাতে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৭রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের হাদিগনর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে, আপেল (২১)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ের আব্দুল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়।
অভিযানে১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৭রাউন্ড গুলিসহ আপেলকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।