চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১০ কেজী গাঁজাসহ আটক ২
গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হচ্ছে, গোদাগাড়ী উপজেলার পিরিজপুর লাইনপাড়ার মৃত মনির উদ্দিনের ছেলে আজিজুল হক (৪৩) ও একই এলাকার মৃত মারতাজের ছেলে কালু শেখ (৩২)।
র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ীর মাঠিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামে একটি বাড়ির সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজিজুল হক ও কালু শেখ কে হাতেনাতে আটক করে।
এসময় মোবাইলসহ নগদ ৭ হাজার টাকাও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।