জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার বিভিন্ন অবৈধ কারখানায়, মঙ্গলবার দিন ব্যাপী অভিযান পরিচালনা করেছে rab-১৪। অভিযান কালে তারা বিপুল পরিমান খাদ্যদ্রব্য ও দৈনদিন ব্যবহারিক বিভিন্ন পন্য জব্দ করেন।

অভিযানে অংশ নেন জামালপুর সদর উপজেলার ভুমি কর্মকতা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, র্যা ব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল কান্তি সাহাসহ র‍্যাব-১৪ সদস্যরা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারার নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে, শহরের বিসিক শিল্পনগরীর জান্নাত বেকারীর স্বাত্বাধিকারী ফারুক আহম্মেদ (২৭) কে ও নূর জাহান বেকারীর স্বাত্বাধিকারী হুমায়ুন কবির তাদের দুজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।

পরে রানাগাছা ইউনিয়নের কানীল এলাকা থেকে একই ধারাই নকল ভোজ্য পন্য উৎপাদন ও সংরক্ষনের দায়ে ভাম্যমান আদালতের মাধ্যমে বানারের পাড় এলাকার আমিনুর ইসলামের পুত্র হামিদুল ইসলামকে (৩৮) ও কানীল এলাকার সাইফুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (৫২) উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।