ডা. আজাদ খান,ব্যুরো চিফ(ময়মনসিংহ): মো. আব্দুল হালিম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর এর উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম রবিবার (২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ) বিকাল ০৪.০০ ঘটিকার সময়ে জামালপুর সদর থানাধীন পৌরসভার ডাকপাড়া চৌরাস্তা এলাকাস্থ জনৈক মোঃ শেখ ফরিদ এর মুদি দোকানের সামনে থেকে মোঃ অনিক হাসান (২২) ও মোঃ নাজমুল হাসান (২০) নামের দুইজন মাদক কারবারি কে ১০০(একশত) বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
গ্রেফতার আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ
১। মোঃ অনিক হাসান (২২) পিতা- মোঃ মানিক মিয়া, মাতা- মোছাঃ আকলিমা ভূঁইয়া, সাং- মুড়াপাড়া নগর (নগর জামে মসজিদের পূর্বপার্শ্বে), ওয়ার্ড নং-০৩, ইউপি- মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ২। মোঃ নাজমুল হাসান (২০) পিতা- মোঃ সুমন মিয়া, মাতা- মোছাঃ নাছিমা আক্তার, সাং-ছোট বানিয়াদী, ওয়ার্ড নং-০৩, ইউপি- মুড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।
আলামতঃ
১। একটি ট্রাভেল ব্যাগের ভিতর অপিয়াম উদ্ভুত কোডিনযুক্ত মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ফেন্সিডিল ৫০ (পঞ্চাশ) বোতল, যার ওজন ০৫ (পাঁচ) লিটার ২। একটি ট্রাভেল ব্যাগের ভিতর অপিয়াম উদ্ভুত কোডিনযুক্ত মাদকদ্রব্য যার বানিজ্যিক নাম ফেন্সিডিল ৫০ (পঞ্চাশ) বোতল, যার ওজন ০৫ (পাঁচ) লিটার সর্বমোট আলামত (৫০+৫০)= ১০০ (একশত) বোতল ফেন্সিডিল, প্রতি বোতলে ১০০ (একশত) মিঃলিঃ করে (১০০×১০০) = ১০,০০০ (দশ হাজার) মি.লি. বা ১০ (দশ) লিটার। যার আনুমানিক মূল্যঃ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
পরে উপ-পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৪(খ) ও একই আইনের ৪১ ধারা য় জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সূত্রঃ ডি.এন.সি/জা.ক.সা/এম.আর/এস.এল নং-১১২/২০২৪, তারিখ: ২৯/০৪/২০২৪ খ্রিঃ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।