নীলফামারীর জলঢাকা উপজেলায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঠাঁলী ইউনিয়নের বিন্যাবাড়ী বাজার থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তারা হলেন নিশাত হোসেন(২০) এবং মোরছালিন ইসলাম(২০)। স্থানীয়রা জানান, আসামি মোরছালিন এবং নিশাত বুধবার সন্ধায় অস্ত্র বাজারে এসে স্থানীয় ব্যবসায়ী জেনারুলের মাছ দোকানের সামনে এসে এলো পাতাড়ি গালিগালাজ করে এসময় বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে জেনারুলের আক্রমণ করে আসামীরা। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় গঠিত বিশেষ পুলিশ ফোর্স সেখানে গেলে আসামীরা পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত নিশাত উপজেলার পশ্চিম কাঁঠালীর রাজধানীপাড়ার বাবুল হোসেনের ছেলে ও মোরছালিন উত্তর দেশীবাই বিন্যাবাড়ী বাজারের মোস্তফা আলীর ছেলে।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, বিন্যাকুড়ি বাজারে দেশিয় অস্ত্র সহ ব্যবসায়ীর উপর হামলা করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমাদের বিশেষ টিম যায় এবং সেখানে লোহার পাইপ দিয়ে তৈরি দুইটি দেশীয় বেকি ছুরি সহ তাদের গ্রেপ্তার করা হয় এবং দুইটি বাইসাইকেল জব্দ করা।এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীদের বৃস্পতিবার (০৪- নভেম্বর) জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।