মোঃআজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলে রোজ ভোরে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাংগে আমাদের। ২ সেপ্টেম্বর সকালে লোহাগড়া থানা পুলিশ দেশী প্রজাতির ২ শ ৫৬ টি মৃত পাখি উদ্ধার করে।
লোহাগড়া পুলিশ সুত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে লোহাগড়া বাজার এলাকায় নিয়মিত টহলের সময় বাজার সংলগ্ন রাস্তার পাশে একটি ঝাকার মাঝে পাখি দেখতে পায়। তখন পুলিশ ঝাকার কাছে গেলে, পুলিশের উপস্হিতিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়।
ওই ঝাকার মধ্য শালিক, চড়ুই, ফিংগে ইত্যাদি প্রজাতির জাতীয় ২ শ ৫৬ টি মৃত পাখি পাওয়া যায়।
ধারনা করা হচ্ছে শিকারীরা এই পাখি বিভিন্ন বাড়িতে গোপনে বিক্রি করতো।
তখন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জব্দকরে মৃত পাখি ও শিকারের সরন্জাম দেশীয় গুল্তি ও মাটির মার্বেল লোহাগড়া থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। শিকারিদের পাওয়া যায় নাই। শিকারিদের আটকের অভিযান চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।