
ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক সম্রাট সেরেগুল ইসলাম,ওরফে (সেতু) (৩৬) নামে এক জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
রোববার ২৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সেতু বুড়িখালী গ্রামের মৃত মিজানুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, নড়াইলের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঁজা বিক্রীর উদ্দেশ্যে মাদকব্যবসায়ীরা বুড়িখালী এলাকায় অবস্থান করছেন।
এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে সদর উপজেলার বুড়িখালী এলাকায় অভিযান চালানো হয়।
এসময় সেরেগুল ইসলাম সেতুকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় মাদকসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।