শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
পাইকগাছার রাড়ুলী ডাকাতি মামলার মুল আসামী সাইদুল (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। সে গোপালপুর গ্রামের মিজান গাজীর পুত্র। শনিবার ভোররাতে গদাইপুর ইউনিয়নের পিচের মাথা নামক রাস্তার উপর থেকে তাকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, গত ১৩ অক্টবার বুধবার রাতে উপজেলা রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে রাত ১ টার দিকে বাড়ির লোক জনকে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি করে। বাড়ির আলমারী ভেঙ্গে রক্ষিত নগদ ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকর, ও মোবাইল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চলে যায়। এ ঘটনায় বাড়ির মালিক শেখ আবুল হোসেন বাদী হয়ে পাইকগাছা থানায় ৬ জনের নাম উল্লেখ করে ডাকাতি মামলা করেন। সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, ও থানার ওসি জনাব মোঃ জিয়াউর রহমান বিষয়টি তদন্ত কালে উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। এজাহার নামীয় ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান। তারা ১৬৪ ধারায় জবানবন্ধিতে ডাকাতির কথা ও মুল পরিকল্পনাকারী সাইদুলের কথা স্বীকার করেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে মিজানকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, সাইদুল আন্ত জেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতির সাথে জড়িত ও পরিকল্পনার কথা স্বীকার করেছে। পিসিআর দেখাগেছে পাইকগাছা থানা সহ জেলার বিভিন্ন থানায় ১০টির ও অধিক অস্ত্র, চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতার হওয়া সাইদুলকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সে ১৬৪ ধারা জবানবন্ধিতে ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।