পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ -পুঠিয়ায় বিদেশী পিস্তলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল আটক তিন মাদক ব্যবসায়ীরা হলো, চাঁপাই নবাবগঞ্জ এলাকার শাহ আলম (৩৫) ও শাহ আলমের স্ত্রী শাহনাজ বেগম (৩৩) এবং উপজেলা শিবপুর এলাকার মানিক সরদার (৩২)।
বুধবার (১৮ মে) দুপুর পৌনে দুইটায় পুঠিয়া পৌরসভার কাঁঠাবাড়িয়া ৮ ওয়ার্ডের জালেপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র্যাব-৫। র্যাবের এই অভিযানে নেতৃত্বদেন কোম্পনি কমান্ডার মেজর নাজমুল সাকিব।
এসময় ওই বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩৫০ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল, ১০টি সিমকার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিনসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা দীর্ঘদিন ধরে উক্ত ভাড়া বাসায় ভারতীয় কসমেটিক ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।