শেরপুরে র্যাবের অভিযানে প্রায় ৩শ’ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত আসামীর নাম বিশ্বধর হাজং (৩৫), পিতা বিরেন্দ্র হাজং, সাং নকশী, ঝিনাইগাতি।
২১ মার্চ জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
র্যাবের একটি আভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ির আন্ধারপাড়া শান্তি মোড় থেকে ২৯৯ বোতল ফেন্সিডিলসহ বিশ্বধরকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য প্রায় সাড়ে লাক টাকা। গ্রেপ্তারকৃতকে নালিতাবাড়ি থানায় সোপার্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।