স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর ): বাঘারপাড়ার চিত্রা নদীতে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। এক সপ্তাহের ব্যাবধানে দ্বিতীয় বারের মত চলে এ অভিযান চালানো হয়েছে বা। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার দোহাকুলা, ধলগ্রাম ইউনিয়ন সহ এলাকার নদীর বিভিন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০ টি চায়না কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
পাশাপাশি নদীর অবৈধ ভেষাল জাল ও পাটা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত। এ সময় উপস্তি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালাসহ পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, গোপনে চিত্রা নদী থেকে অবৈধভাবে লোহার ফ্রেম দিয়ে তৈরি চায়না কারেন্ট জাল ব্যাবহার করে বিশেষ কায়দায় পোনা ও ডিমওয়ালা মাছ নিধন হচ্ছিল। এমন খবর জানতে পেরে ঢেপখালি, ঠাকুরকাঠি, মিরপুর ও ধলগ্রামসহ বাঘারপাড়া ব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানিয়ছেন, ‘চিত্রা নদীতে অবৈধভাবে চায়না জালের ফাঁদ বানিয়ে ও ভেষাল দিয়ে ছোট মাছ ধরা হচ্ছিল এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ৪০ টি চায়না কারট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের বাজারমূল্য আনুমানিক প্রায় চার লক্ষ টাকা। এছাড়া নদী থক ৫ টি ভেষাল জাল-পাটাসহ ব্যবহৃত জিনিসপত্র উচ্ছেদ করে ধংস করা হয়। তিনি আরো বলেন, জালের মালিক কাউকে আটক করা যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয় গেছেন। “
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।