বাঘা (রাজশাহী ) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ইয়াবাসহ শাকিবুল ইসলাম শাকিব (২১) নামে একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় উপজেলার মহদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে পার্শ্ববর্তি চারঘাট থানার তালবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, এদিন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বাঘা থানাধীন মহদীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালিন ওই এলাকার আমিরুল ইসলাম এর বাড়ীর সামনে থেকে শাকিব কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা দুইটি নীল রংয়ের প্লাষ্টিকের জিপার প্যাকেটে রক্ষিত ৪০০ (চারশত) পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।