বাগেরহাটের ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ২সদস্যকে তিনটি মটরসাইকেল সহ গ্রেফতার করে ।এ তথ্য সংবাদকর্মীদের শনিবার জেলা পুলিশ অফিসে সংবাদ সন্মেলন করে জানিয়েছিলেন পুলিশ সুপার কে এম আরিফুল হক।
পুলিশসুপার বলেন রাজু হাওলাদার নামের এক যুবককে সন্দেহজনক ভাবে বাগেরহাট কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায়।রাজু শরনখোলা উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের কামরুলের গ্যারেজের মেকানিক।শরনখোলার পূর্বরাজাপুর গ্রামের মাওলানা ইউসুফ মুন্সির হয়ে তার চাহিদা মতো মোটরসাইকেল সাপ্লাই দিতো।
ইউসুফ সুন্সি নিজেকে গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতো। তবে ডিবির জিজ্ঞাসাবাদে সে নিজে এ কাজে জড়িত বলে স্বীকার করে।তাদের দেওয়া তথ্যমতে ২০১৭ সালে চুরি করে বিক্রিকরা মোটরসাইকেল বিভিন্ন ক্রেতার কাছ থেকে উদ্ধার করে।রাজুর নামে বাগেরহাট থানায় আটটি মামলা রয়েছে। আজ রবিবার রাজু ও ইউসুফ মুন্মির তথ্য মতে বাগেরহাটের চিতলমারী থেকে আন্তঃজেলা চোর চক্রের আরো ২ জনকে গ্রেফতার করে খুলনা কে এমপি থানা পুলিশ।কে এমপি পুলিশের সাথে গ্রেফতার অভিযানে অংশগ্রহন করেন চিতলমারী থানা সেকেন্ড অফিসার সঞ্জয় কুমার।
এসআই সঞ্জয় বলেন,কে এমপি পুলিশের অভিযানে আমি তাদের সাহায্য করি।গ্রেফতার হয় গোপালগঞ্জ জেলার পাইকপাড়ার আব্দুর সত্তার শিকদারের ছেলে মনিরুজ্জামান মিলন(৫০),বাগেরহাট জেলার চিতলমারীর হিজলাগ্রাম থেকে এহিয়া কাজীর ছেলে কাজী মাসুক।
দুইজনকে চিতলমারী থেকে আটক করা হয়।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামোঃ হাসান আল মামুন ফোনে বলেন গোপন সংবাদে আমাদের চৌকসদল চিতলমারীতে অভিযান পরিচালনা করে চারটি মটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া মাগুরা থেকে আরো ২জনকে আটক করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।