বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী কে (৪৫) দুইটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগাজিন
সহ গোয়েন্দা পুলিশ আটক করেছে।
আজ শনিবার (২ এপ্রিল) ভোরে ঝিকরগাছা উপজেলা গদখালি গ্রাম থেকে ডিবি পুলিশ আটক করে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার জানায়,গত ২৮ মার্চ অবৈধ ভাবে বেনাপোল বন্দর দখল করার সময়
রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়।এতে ২০ জন শ্রমিক আহত হয়।
বোমা হামলার ঘটনায় বাদি হয়ে বেনাপোল পোর্টথানায় ৩টি মামলা দায়ের করেন থানার এসআই মাসুম।মামলার পরপরই গা ঢাকা দেয় কাউন্সিলর রাশেদ- আলী।
শুক্রবার (১ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা পুলিশ গদ খালী গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ম্যাগজিনসহ আটক করা হয় রাশেদ আলীকে।
জানা গেছে, কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩ টি মামলা রয়েছে। রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে। রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।