বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিকাশ এগ্রো ফুড লিমিটেড নামে একটি চাউল কলকে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। বিকেলে বিকাশ এগ্রো ফুড লিমিটেডের চাউলের কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পন্যের পাটজাত ও মোড়কের ব্যাধতামুলক আইন-২০১০ এর ৪ ধারা অপরাধ ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিকাশ এগ্রো ফুড লিমিটেডের পক্ষে জরিমানা পরিশোধ করেন ম্যানেজার সন্জিত কুমার দাস। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সরকারি নির্দেশনায় চাউল এ পাটজাত মোড়ক ব্যবহার করার নিয়ম থাকলেও তারা আইন অমান্য করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এমন কাজ না করতে নির্দেশনা ও সতর্ক করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।