এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ফাড়ির নবাগত ইনচার্জ আল ইমরানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০শ গ্রাম গাঁজা সহ গোলাম রব্বানী(২৫) নামর এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।আটককৃত গোলাম রব্বানী মণিরামপুর উপজেলার সাতগাতী গ্রামের ছমির গাজীর ছেলে।
জানা যায়,গত বুধবার(১৯শে জুলাই) রাত ৯ টার দিকে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন ও সঙ্গীয় অফিসার এ এস আই শরিফুল ইসলামকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সাতগাতী আমতলা মোড় থেকে গোলাম রব্বানী (২৫) নামে এক মাদক কারবারীর শরীর তল্লাসি করে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করেন।
এ ব্যাপারে মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বুধবার রাতেই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।