মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর থানার ওয়ারেন্ট তামিলকারী চৌকস এ এসআই কাজল ও এএসআই নুর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় শেরআলী মদনপুর প্রাইমারি স্কুলের সামনে ছাদেকুরের চা দোকানে ক্যারামবোর্ড খেলা অবস্থায় সাজাপ্রাপ্ত পারিজারী-১৯/২০২২ ওয়ারেন্ট মূলে পলাতক আসামী আবু সাঈদকে গ্রেফতার করা হয়। তার স্ত্রীর করা মামলায় এই ওয়ারেন্ট হয়। বিজ্ঞ আদালত তাকে তিন মাসের সাজা প্রদান করেছেন।
এব্যাপারে জানতে চাইলে এএসআই কাজল বলেন,
আটক আবু সাঈদ মণিরামপুর উপজেলার শিরালী মদনপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট(মঙ্গলবার) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মনিরুজ্জামানের নির্দেশে ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।